বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যুক্ত হলেন দুই সাবেক তারকা— আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ আশরাফুল। বিসিবির সর্বশেষ বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্জাককে টিম ডিরেক্টর এবং আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, আপাতত আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্যই এই দুইজনের নিয়োগ নিশ্চিত করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
রাজ্জাক এর আগে বেশ কয়েক বছর জাতীয় দলের নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথম টিম ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে কাজ করবেন তিনি।
অন্যদিকে, জাতীয় দলের কোচিং স্টাফে এটি আশরাফুলের প্রথম যোগদান। তবে ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে তাঁর অভিজ্ঞতা আছে। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন তিনি, সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন।
বিসিবি জানিয়েছে, আপাতত আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত চুক্তি হলেও, দুইজনের পারফরম্যান্স পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
 
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন