জুলাই জাতীয় সনদের ভাষ্যে কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি বিভাগ গঠনের প্রস্তাবকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে ঐকমত্য কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন নোয়াখালীর বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্যাহ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) পাঠানো ‘ডিমান্ডিং জাস্টিস’ নোটিশে তিনি উল্লেখ করেন, নোয়াখালী বিভাগের দাবিকে উপেক্ষা করে বৃহত্তর নোয়াখালীর ৮০ লাখ মানুষের মতামত ছাড়া বিভাগ ঘোষণার সিদ্ধান্ত ন্যাচারাল জাস্টিস ও সংবিধানের পরিপন্থী।
নোটিশে বলা হয়, কোনো গণশুনানি, মতবিনিময় সভা বা আলোচনা ছাড়া বিভাগের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, যা সংবিধানের ৭ অনুচ্ছেদে জনগণের সার্বভৌমত্বের নীতিকে অমান্য করে।
আইনজীবী তরিক উল্যাহ ৭ দিনের মধ্যে প্রস্তাব প্রত্যাহার করে স্থানীয় প্রশাসন, নেতৃবৃন্দ ও আইনজীবীদের সমন্বয়ে প্যানেল গঠনপূর্বক গণশুনানি আয়োজনের পরামর্শ দিয়েছেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                            -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন