সাতক্ষীরার আশাশুনি, কলারোয়া ও শ্যামনগরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) পৃথক ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে দুপুর ২টার দিকে পানিতে ডুবে মারা যায় দেড় বছরের ঈশিতা সানা। নিহত শিশুটি স্থানীয় মহেন্দ্র নাথ সানার ছোট কন্যা।
স্থানীয় ইউপি সদস্য প্রসেনজিৎ সরকার জানান, ঈশিতা তার বড় বোন মমতা সানার সঙ্গে বাড়ির পাশে পুকুরে যায়। এসময় পানিতে পড়ে গেলে মমতা তাকে তুলতে ব্যর্থ হয়ে বাড়িতে গিয়ে মাকে ডাকে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করলে ততক্ষণে তার মৃত্যু হয়।
কলারোয়ার কেড়াগাছি গ্রামে ডোবার পানিতে পড়ে মারা যায় দুই বছরের শিশু ইরফান খাঁ।
স্থানীয়রা জানান, গোসলের জন্য বাইরে আনা হলেও কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রান্নাঘরের পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামনগরের চন্ডিপুর গ্রামে সোমবার দুপুরে ডোবার পানিতে ডুবে মারা যায় মানসিক প্রতিবন্ধী কিশোর মো. ফয়সাল হোসেন (১৬)। সে স্থানীয় মোটরসাইকেল চালক শাহিনুরের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর সোমবার বেলা ১২টার দিকে ডোবার শেওলার মধ্যে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
শ্যামনগর থানার ওসি মোল্যা হুমায়ুন কবির বলেন, ঘটনাগুলো অত্যন্ত মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, টানা বৃষ্টিতে পুকুর ও ডোবার পানি বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন