হুমকির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করবে না বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস সেফকোভিচ।
বার্তাসংস্থা বিবিসি বলছে, হুমকি নয় বরং পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মারোস সেফকোভিচ।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়াও ভারত নির্মিত আইফোনে ২৫ ভাগ শুল্ক আরোপ করারও প্রস্তাব দিয়েছিলেন তিনি।
নতুন করে বাণিজ্য চুক্তির জন্য নানা পরোক্ষ পদক্ষেপও নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ‘তাদের (ইইউ) সঙ্গে আলোচনা কোনো ফল দিচ্ছে না।’
শনিবার (২৪ মে) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে এক ফোনালাপের পরে সংবাদমাধ্যমকে এই তথ্য জানান ইইউর বাণিজ্য প্রধান।
তিনি বলেন, ‘ইইউ সম্পূর্ণভাবে আলোচনায় যুক্ত আছে যাতে উভয় পক্ষের জন্য কার্যকর এমন একটি চুক্তি করা হয়। আমরা আমাদের স্বার্থ রক্ষায় প্রস্তুত।’
পরে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আমি কোনো চুক্তির খোঁজ করছি না, চুক্তি আমরা স্থির করে ফেলেছি। কোনো ইউরোপীয় কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিনিয়োগ করে, তাহলে শুল্ক আরোপের বিষয়টি বিলম্বিত হতে পারে।’
যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটনের অন্যতম বাণিজ্য অংশীদার- গত বছর যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি করেছে ইইউ, আর আমেরিকা থেকে আমদানি করেছে ৩৭০ বিলিয়ন ডলারের পণ্য।
বিবিসির প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ট্রাম্পের হুমকির পর শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজারে দরপতন ঘটে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ০.৭ শতাংশ কমে যায়, আর জার্মানির ড্যাক্স ও ফ্রান্সের ক্যাক ৪০ সূচক ১.৫ শতাংশের বেশি পতন দিয়ে দিন শেষ করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন