শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:২৪ পিএম

নিম্নচাপের প্রভাবে ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:২৪ পিএম

বৈরী আবহাওয়ায় উত্তাল নদী। ছবি- সংগৃহীত

বৈরী আবহাওয়ায় উত্তাল নদী। ছবি- সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ভোলায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। টানা বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ১০টি নৌপথে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

শুক্রবার ও শনিবার (২৫ ও ২৬ জুলাই) টানা বৃষ্টির কারণে মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে ওঠে। এতে নদীর পানির উচ্চতা বিপৎসীমার ১৬৫ সেন্টিমিটার ওপরে ওঠে, যার ফলে জেলার সাত উপজেলার অর্ধশতাধিক চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ভোলা থেকে লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, হাতিয়া-মনপুরাসহ মোট ১০টি রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএর ভোলা নদীবন্দরের পরিবহন পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, সমুদ্রের পরিস্থিতি খারাপ হওয়ায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ভোলা সদর উপজেলার রাজাপুর, ভেলুমিয়া, ভেদুরিয়া, কাচিয়া, দৌলতখান উপজেলার মদনপুর, মেদুয়া, ভবানীপুর, তজুমদ্দিনের মলংচরা ও সোনাপুর, মনপুরার কলাতলী ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চল এখন পানির নিচে।

জোয়ারের পানিতে ভোলার ইলিশা ফেরিঘাটের দুটি গ্যাংওয়ে তলিয়ে গেছে। এতে ফেরি ও যাত্রী পারাপারে চরম ভোগান্তি দেখা দিয়েছে। হাই গ্যাংওয়েতে হাঁটুসমান ও লো গ্যাংওয়েতে কোমর সমান পানি উঠছে।

মেঘনার তীব্র ঢেউয়ের আঘাতে ভোলা সদর উপজেলার শিবপুর, তজুমদ্দিনের স্লুইসগেট ও চরফ্যাশনের খেজুরগাছিয়াসহ অন্তত ছয়টি স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ভোলা আবহাওয়া অফিস জানায়, সাগরে সৃষ্ট লঘুচাপের ফলে উপকূলীয় অঞ্চলজুড়ে ভারি বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। এজন্য পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Shera Lather
Link copied!