দীর্ঘ ৪০ বছর ধরে জমানো টাকায় অবশেষে হজের স্বপ্ন পূরণ হতে চলেছে দরিদ্র এক দম্পতির। দেরিতে হলেও হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন ইন্দোনেশিয়ার হাজি লেজিমান ও তার স্ত্রী।
গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, অনেক ধৈর্য্য ও নিষ্ঠার সঙ্গে হজের খরচ জোগাড় করেছেন তারা। লেজিমান এবং তার স্ত্রী। মক্কা রুট নামে একটি বিশেষ হজ কর্মসূচির আওতায় সম্প্রতি সৌদি আরবে পৌঁছেছেন তারা।
এই উদ্যোগের মাধ্যমে ইন্দোনেশিয়াসহ নির্দিষ্ট কিছু দেশের হজযাত্রীদের জন্য ভিসা, পাসপোর্ট ও স্বাস্থ্য পরীক্ষার মতো যাবতীয় প্রক্রিয়া নিজ দেশে সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়।
লেজিমান বলেন, ‘আমি সত্যিই অত্যন্ত আনন্দিত। আমি কখনো ভাবিনি শেষ পর্যন্ত আমি নিজ চোখে পবিত্র কাবাঘর দেখব। আমি সর্বপ্রথম মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চাই।’
‘একই সঙ্গে আমি ধন্যবাদ দিতে চাই, যারা আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। আমি ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ ব্যবস্থার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানাই। কেননা এটা আমার যাত্রাকে সহজ করেছে।’
হজের স্বপ্ন পূরণে নিজের সংগ্রাম ও প্রচেষ্টার বিবরণ দেন লেজিমান। ১৯৮৬ থেকে সঞ্চয়ের কথা, অভাবেও কঠোর পরিশ্রমের মাধ্যমে স্ত্রীর সাহায্য ও উভয়ের আশাহত না হওয়ার কথাও বলেন তিনি। অবশেষে হজযাত্রীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রসঙ্গে এসব বলেন তিনি।
আপনার মতামত লিখুন :