ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মধ্যরাতে যেভাবে গ্রেপ্তার মহিলা লীগের আলোচিত নেত্রী কাকলি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৮:৩৮ পিএম
মহিলা আওয়ামী লীগের নেত্রী কাকলি কবির। ছবি- সংগৃহীত

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের আলোচিত সহসভাপতি কাকলি কবিরকে মধ্যরাতে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) মধ্যরাতে জামালপুর পৌর শহরের স্টেশন রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর সদর থানার ওসি ফয়সল মো. আতিক জানান, নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে।

কাকলি কবির সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার শফিকুল আলম খোকার বড় মেয়ে।

শফিকুল খোকা একসময় জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন।