ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৮:০১ পিএম
মো. আমজাদ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীর গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. আমজাদ হোসেন আর নেই।

রোববার (৩১ আগস্ট) ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

সোমবার (১ সেপ্টেম্বর) জামালপুরের ডোয়াইল ইউনিয়নের ডিগ্রিবন্ধ গ্রামে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তার কবরের প্রতি গার্ড অব অনার ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১১ নম্বর সেক্টরে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন এবং অসামান্য সাহসিকতা প্রদর্শন করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবন শেষে ১৯৮৬ সালে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ডাক বিভাগে চাকরি করেন।

তিনি জীবদ্দশায় ১০টি পদক অর্জন করেন এবং এলাকাবাসীর কাছে একজন সৎ, মানবিক ও সমাজসেবী ব্যক্তি হিসেবে সমাদৃত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।