জামালপুরের দেওয়ানগঞ্জে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আইজুর হোসেনকে (৩৫) আটকের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) জেলা জজ কোর্টের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, শনিবার রাত ৩টার দিকে উপজেলার সানান্দবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৪ সালে আইজুর হোসেন একই গ্রামের এক শিশুকে ধর্ষণ করেন। তার প্রেক্ষিতে ২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারিতে ওই শিশুর বাবা ঝালু শেখ বাদী হয়ে আইজুর হোসেনের নামে ধর্ষণ মামলা দায়ের করেন।
সে মামলায় এ বছরের ১০ সেপ্টেম্বর জামালপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আইজুর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করে রায় দেন ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, পালাতক আসামি আইজুর হোসেনকে গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব তিনি নিজেই দেন। আইজুরকে রোববার আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।