ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৮:২০ পিএম
কাশিমপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড এলাকায় অবস্থিত জিএমএস কম্পোজিট লিমিটেড নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।

পরে খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।