নদীতে মাছ ধরা ও ঘাস কাটাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলার সীমান্তবর্তী সাইডুলী নদীতে নৌকার ওপর ভাসমান অবস্থায় এই সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রাম এবং মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাশরী গ্রামের বাসিন্দাদের মধ্যে সাইডুলী নদীতে মাছ ধরা ও ঘাস কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে আহতদের মধ্যে জালালপুর গ্রামের জাহিম, সাইকুল ইসলাম, আব্দুল আওয়াল, তমাল, সাগর, কামাল ও মজিদ আলী ফকিরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, এর আগে ঘাস কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই বিরোধের জের ধরেই এবার নদীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’