ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের গতিতে কাঁপছে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:২০ পিএম
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে পাকিস্তানের দেওয়া মাত্র ১৪৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শাহিন-ফাহিমের গতিতে পরপর উইকেট হারিয়ে কাঁপছে ভারত।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় রাত সাড়ে আটটায়। এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত।

১৪৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানের মাথায় অভিষেক শর্মাকে হারিয়ে ফেলে ভারত। অভিষেকের পর দলীয় ১০ রানের মাথায় আবারও উইকেট হারিয়ে বসে ভারত।

১০ রানে উইকেট হারানোর পর দলীয় ২০ রানে আরেক ওপেনার শুবমান গিলকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান। ১২ বলে ১৪ রানে খেলছেন তিলক বার্মা এবং ৩ বলে ৪ রানে ব্যাট করছেন সঞ্জু স্যামসন।

এ দিন বল হাতে পাকিস্তানের হয়ে ২টি উইকেট নেন ফাহিম আশরাফ এবং ১টি উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

পাকিস্তানের হয়ে ৩৮ বলে ৫৭ রান করেন শাহেবজাদা ফারহান, ৩৫ বলে ৪৬ রান করেন ফখর জামান, ১১ বলে ১৪ রান করেন সাইম আইয়ুব।

বল হাতে ভারতের হয়ে ৪টি উইকেট নেন কুলদীপ যাদব এবং ২টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং জসপ্রিত বুমরাহ।