ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আফগানদের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৭:২৬ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইনজুরি-সমস্যার কারণে দলে সুযোগ পেয়েছেন ব্যাটার সৌম্য সরকার।

লিটনের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক। এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে না পারায় সে সময়েও নেতৃত্বের দায়িত্বে ছিলেন জাকের।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানান, পেশীর ইনজুরির কারণে লিটন এশিয়া কাপের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি। এমআরআই স্ক্যানে তার বাঁ-পেটের পেশীতে গ্রেড-১ স্ট্রেন সমস্যা ধরা পড়েছে। 

এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তবে এই টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না। মেডিকেল দল তার পুনর্বাসন ও অগ্রগতি পর্যবেক্ষণ করছে।

বাংলাদেশ এবং আফগানিস্তান তিন ম্যাচের সিরিজ খেলবে আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল

জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইমলাম, সাইফুদ্দিন ও সৌম্য সরকার।