এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত সাড়ে ৮টায় শুরু হবে ক্রিকেটের এই মহাযুদ্ধ।
ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন থাককে পারে, এশিয়া কাপের ১৭তম আসরের মেগা ফাইনাল ম্যাচটি কোথায় দেখা যাবে? তাদের জন্য সুখবর হলো, এবারের এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচারিত হচ্ছে একাধিক প্ল্যাটফর্মে।
টেলিভিশনে যারা খেলা দেখতে চান, তারা টি স্পোর্টস, সনি টেন ১ এবং সনি টেন ৫ চ্যানেলগুলোতে চোখ রাখতে পারেন।
ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল ফোনেও থাকছে খেলা দেখার দারুণ সুযোগ। বাংলদেশ থেকে ফাইনাল ম্যাচটি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতে (Toffee) দেখা যাবে।
এদিকে, টফির মাধ্যমে যেকোনো জায়গা থেকে খুব সহজেই ম্যাচ উপভোগ করা যাবে। টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভিতে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজেন ও এলজি ওয়েবওএস) দর্শকরা সরাসরি খেলা দেখতে পারবেন।