রাজশাহীর গোদাগাড়ীতে মরদেহ সৎকারে যাওয়ার সময় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে হরেন সাহা (৬৫) নামের একজনের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। বিকেলে গোদাগাড়ীর খারিজাগাতি এলাকার পদ্মা নদী থেকে আরেকজন নিখোঁজ দীলিপের (৩২) মরদেহ উদ্ধার করা হয়।
দীলিপের বাড়ি ফরাদপুর গ্রামে এবং হরেন সাহার বাড়ি ডুমুরিয়া গ্রামে।
শনিবার সকাল ১০টার দিকে গোদাগাড়ীর প্রেমতলী এলাকায় প্রায় ২০-২৫ জন ব্যক্তি পদ্মা নদী পার হয়ে চর এলাকায় একটি মরদেহ সৎকার করতে যাচ্ছিলেন। এ সময় নৌকাটি নদীর প্রবল স্রোতে ডুবে যায়। যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও তিনজন নিখোঁজ হন। কিছুক্ষণ পর কাঁঠালবাড়িয়া গ্রামের জিতেন মণ্ডলকে (৬০) উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের জানান, শনিবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও আত্মীয়স্বজন নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি চালান। তবে সেদিন তাদের খোঁজ মেলেনি। ডুবুরি দল ফিরে গেলেও স্বজনেরা নিজেরা খোঁজ চালিয়ে যান।
আজ রোববার সকালে বেড়পাড়া এলাকায় হরেন সাহার এবং বিকেলে খারিজাগাতি এলাকায় দীলিপের মরদেহ পাওয়া যায়।
প্রেমতলী পুলিশের ওসি (তদন্ত) মাকসুদুর রহমান জানান, নিখোঁজ দুইজনের মরদেহ আত্মীয়স্বজনরাই উদ্ধার করেছেন। সৎকারের জন্য মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আগের দিন (শনিবার) গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।