রাজধানী গেন্ডারিয়া থানা দয়াগঞ্জ এলাকার একটি বাসায় মোঃ সোহাগ (৩০) নামের এক সেনেটারি মিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আটটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. সাগর জানান, ‘আমার ভাই পেশায় একজন সেনেটারি মিস্ত্রি কাজ শেষ করে বাসায় আসেন সন্ধ্যার দিকে। বাসায় আসার কিছুক্ষণ পরে তার নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে আমার ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘আমার ভাইয়ের মানসিক সমস্যার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা। এ ছাড়া আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না ভাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’