এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাট করে মিডল অর্ডারের ব্যর্থতায় ভারতকে ১৪৭ রানের টার্গেট দিল পাকিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভার ব্যাট করে ১৪৬ রান সংগ্রহ করে পাকিস্তান।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় রাত সাড়ে আটটায়। এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত।
টস হেরে পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে আসে ফখর জামান ও শাহেবজাদা ফারহান। এ দিন শুরু থেকে ভারতের বোলারদের বিপক্ষে মারকুটে স্বভাবে ব্যাট চালান পাক ওপেনার শাহেবজাদা।
ফারহানের মারকুটে ব্যাটিংয়ে ৩৫ বলে পূরণ হয় ফিফটি, দলীয় ৮৪ রানের মাথায় ব্যক্তিগত ৫৭ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরলে ভাঙে ওপেনিং জুটি।
ফারহান আউট হলেও দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার ফখর জামান। দলীয় ১২৬ রানের মাথায় বরুণ চক্রবর্তীকে বড় শট খেলতে গিয়ে ব্যক্তিগত ৪৬ রানের মাথায় ক্যাচ আউট হয়ে ফেরেন ফখর।
ফখরের উইকেটের পরই ঘুরে যায় ম্যাচের চিত্র—পরপর উইকেট হারিয়ে ১৯.১ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৪৬ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
ব্যাট হাতে পাকিস্তানের হয়ে ৩৮ বলে ৫৭ রান করেন শাহেবজাদা ফারহান, ৩৫ বলে ৪৬ রান করেন ফখর জামান, ১১ বলে ১৪ রান করেন সাইম আইয়ুব।
বল হাতে ভারতের হয়ে ৪টি উইকেট নেন কুলদীপ যাদব এবং ২টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং জসপ্রিত বুমরাহ।