ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

৪২ কোটি টাকা ঘুষ গ্রহণ

সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ  ৮ জনের বিরুদ্ধে মামলা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৫৭ পিএম

সাইফ পাওয়ার থেকে ৪১.৭৫ কোটি টাকা ঘুষ গ্রহণ ও আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার জেলা কার্যালয়, ঢাকা-১ এ টিমের পক্ষে ডিএডি রুবেল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 
মামলার আসামিরা হলেনÑ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, মো. আব্দুল আজিজ (ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ক্লাসিক ট্রেডিংয়ের মালিক), মোহাম্মদ মিছাবাহুল আলম (মডেল ট্রেডিংয়ের মালিক), সৈয়দ নুরুল ইসলাম (ক্রিসেন্ট ট্রেডার্সের মালিক) ও মো. ফরিদ উদ্দিন (রেডিয়াস ট্রেডিংয়ের মালিক)।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ইউসিবিএল মহাখালী শাখার গ্রাহক সাইফ পাওয়ারটেক লিমিটেড ও ই-ইঞ্জিনিয়ারিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের কাছ থেকে বিভিন্ন কিস্তিতে মোট ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ নেন। পরে এই অর্থ বিদেশে পাচার ও মানিলন্ডারিং করা হয়।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ব্যবসায়ী আব্দুল কাদির মোল্লাকে ভয়ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাইফুজ্জামান দম্পতিসহ ১১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক। বর্তমানে তাদের বিরুদ্ধে প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। এদিকে আদালতের নির্দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে।