ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

কেন্দ্রের ভুলে রসায়নে ফেল করা সেই ৪৮ শিক্ষার্থী পাস

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৯:৪৬ এএম
ছবি- সংগৃহীত

এবারের এসএসসি পরীক্ষায় যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী অকৃতকার্য হয়। পরীক্ষা কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার নম্বর না পাঠানোয় এমন ঘটনা ঘটে। 

রোববার (১৩ জুলাই) তাদের ফল নতুন করে প্রকাশ করা হয়। সংশোধিত ফলে ৪৮ শিক্ষার্থী পাস করেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার ভাতুড়িয়া হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মিয়ারাজ ইসলাম পরীক্ষায় অংশ নেয় পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে। সম্প্রতি ফলে দেখা যায়, সে ১০টি বিষয়ের মধ্যে ৮টিতে জিপিএ-৫ পেলেও রসায়নে অকৃতকার্য হয়। পরবর্তীতে জানা যায়, কেন্দ্র থেকে রসায়নের ব্যবহারিক নম্বর পাঠানো হয়নি। তিন দিন পর রোববার সংশোধিত ফলে মিয়ারাজ পূর্ণাঙ্গ জিপিএ-৫ অর্জন করে, এতে পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়।

পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সূত্রে জানা গেছে, এ বছর কেন্দ্রটি থেকে ছয়টি বিদ্যালয়ের ৩২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞানবিভাগের শিক্ষার্থী ছিল ৪৮ জন। ফল প্রকাশের পর দেখা যায়, বিজ্ঞানবিভাগের সবাই রসায়নে ফেল করেছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট স্কুলগুলোর শিক্ষকরা কেন্দ্রসচিব মো. খানজাহান আলীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ফল সংশোধনের আবেদন করেন।

কেন্দ্রসচিব খানজাহান আলী জানান, কী কারণে এমন ভুল হয়েছে, তা তারা তখন বুঝে উঠতে পারেননি। পরে শিক্ষা বোর্ডে গিয়ে ফল সংশোধনের আবেদন করলে রোববারই ৪৮ জনের সংশোধিত ফল প্রকাশ করা হয়।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন বলেন, ‘কেন্দ্র থেকে রসায়নের ব্যবহারিক নম্বর পাঠানো হয়নি। এর ফলে ফল অসম্পূর্ণ থেকে যায়। এতে রসায়নে সবাই অকৃতকার্য দেখানো হয়। তাদের ফল সংশোধন করে দেওয়া হয়েছে। কেন্দ্রের এই ভুল বা অবহেলার জন্য কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’