শেরপুরের ঝিনাইগাতী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সাকিবুল হাসান (৮) ও জাকারিয়া (৯) নামের দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অপর মাদ্রাসা শিক্ষার্থী ফয়জুল আমিনকে (১০) ঢাকা নেওয়ার পথে মারা গেছে।
রোববার (১৩ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার রাংটিয়া-মধুটিলা সড়কের বড় রাংটিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১০) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১২), সায়েব আলীর ছেলে ফয়জুল আমিন (১১)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে ওই তিন শিশু মাদ্রাসা ছুটির পর বাড়িতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হয় তিনজনই। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে হস্তান্তর করে। পরে তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা দুই শিশুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
অন্যদিকে আহত আমিনকে শেরপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ওসি আল আমিন।