ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

রাজধানীতে বিকেলে ভারী বৃষ্টির সম্ভাবনা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ১২:৫৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা অস্থায়ীভাবে ঘন্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এছাড়া দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।