ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৭:৫০ পিএম
অভিযুক্ত তাহাজ্জুদ। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূর (২৫) বাম হাতের কনিষ্ঠ আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তাহাজ্জুদ হোসেন ট্যানাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া মাদ্রাসাপাড়ায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার তাহাজ্জুদ হোসেন একই গ্রামের আমিন উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ ব্র্যাক অফিসের পাশেই একটি মুদি দোকান চালান। তার স্বামী পেশায় রাজমিস্ত্রি হওয়ায় প্রায়ই বাড়ির বাইরে কাজ করেন। এ সুযোগে প্রতিবেশী তাহাজ্জুদ হোসেন দীর্ঘদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।

রোববার দুপুরে স্বামী বাড়িতে না থাকায় আবারও ওই নারীকে কু-প্রস্তাব দেন তিনি। এতে রাজি না হলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় বাধা দিলে তিনি নারীর বাম হাতের কনিষ্ঠ আঙুল কামড়ে ছিঁড়ে ফেলেন। গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পরে আহত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ‘এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত তাহাজ্জুদ হোসেন ট্যানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সোমবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।’