ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে ঘুমন্ত দম্পতিকে অজ্ঞান করে টাকা-গহনা লুট

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:২৫ পিএম
যশোর কোতোয়ালি মডেল থানা। ছবি- সংগৃহীত

যশোরে এক দম্পতিসহ তাদের সন্তানকে অজ্ঞান করে নগদ টাকা ও সোনার গহনা লুট করেছে দুর্বৃত্তরা। বাড়ির প্রধান গেটের তালা ভেঙে তারা ঘরে প্রবেশ করে এই লুটপাট চালায়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার চাচড়া ইউনিয়নের সাড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন সাড়াপোল গ্রামের আজিজুল ইসলামের ছেলে মফিজুর রহমান (৪০), তার স্ত্রী শামীমা খাতুন (৩২) এবং ছেলে মারুফ বিল্লাহ (৮)। তারা বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী মফিজুর রহমান জানান, ‘রাতের খাবার খাওয়ার পর আমরা তিনজন এক ঘরে ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙার পর দেখলাম, আমরা হাসপাতালে আছি। পরে জানতে পারি, দুর্বৃত্তরা আমাদের অজ্ঞান করে নগদ টাকা ও সোনার গহনা লুট করেছে।’

তিনি আরও জানান, ‘আমার ঘরে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ৫ ভরি সোনার গহনা ছিল।’

পরিবারের সদস্যরা বলেন, দুর্বৃত্তরা বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মফিজুর রহমান ও তার পরিবারকে চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়। সকালে বিষয়টি বুঝে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের আহমেদ বলেন, ‘চেতনানাশক স্প্রে করে তাদের অজ্ঞান করা হয়েছিল। মেডিসিন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।’

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, ‘একই পরিবারের তিনজনকে অজ্ঞান করে ইচ্ছামতো লুটপাট করেছে দুর্বৃত্তরা। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে।’