ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৭:২৪ পিএম
আদালতের আদেশে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ লেবার পার্টি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ লেবার পার্টিকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন সনদ এবং দলীয় প্রতীক ‘আনারস’ প্রদান করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫২টিতে (আওয়ামী লীগসহ)। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায়  দলটিকে নিবন্ধন সনদ এবং প্রতীক বরাদ্দ প্রদান করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। 

আখতার আহমেদ স্বাক্ষরিত সনদে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিগত ২৯ মে-এর রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয়: ৮৫/১ নয়াপল্টন মসজিদ গলি (তৃতীয় তলা), ঢাকা ১০০০-এ অবস্থিত বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

এর আগে, গত ২৯ মে ২০২৫ তারিখে বিচারপতি শশাঙ্ক শেখর হালদার ও বিচারপতি এ কে এম রবিউল আউয়ালের সমন্বয়ে বেঞ্চ লেবার পার্টির রিট মামলা প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে প্রতিকসহ নিবন্ধন দিতে আদেশ প্রদান করেন। কমিশন যথারীতি নিবন্ধন দেওয়ার সকল কার্যক্রম চুড়ান্ত করলেও রাজনৈতিক দলের প্রতীক সংরক্ষণ ভেটিং সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘায়িত হয়। 

২০২২ সালে নভেম্বরে গণবিজ্ঞপ্তির আলোকে নিবন্ধন সক্রান্ত সকল শর্তপূরণ করে বাংলাদেশ লেবার পার্টির। নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে আবেদন নামঞ্জুর করে-২৪ জুলাই ২০২৩। পরে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট আবেদন দাখিল করেন। রিট মামলা নং– ১২০০৭/২৩।

বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ৫ নভেম্বর ২০২৩ তারিখে রুল জারি করেন। দীর্ঘ শুনানির পর ২৯ মে ২০২৫ বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ.কে.এম রবিউল হাসান রায় অ্যাবসুলেট করেন।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান জানান, লেবার পার্টি আন্দোলন সংগ্রাম ও রাজপথে সক্রিয় রাজনৈতিক দল। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লেবার পার্টির সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে লেবার পার্টির দুইজন শাহাদাত বরণ ও অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন।
 
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছরে হামলা-মামলা, নির্যাতন, নিপীড়ন, গ্রেপ্তার ও আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসন আমরা সাহসিকতার সাথে মোকাবিলা করেছি। লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আদালতে দীর্ঘ শুনানির মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি।’

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ‘কমিশন আজ বাংলাদেশ লেবার পার্টিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সার্টিফিকেট ও দলীয় প্রতীক প্রদান করেছে। লেবার পার্টি আরও ব্যাপকভাবে কর্মতৎপরতা বৃদ্ধি করবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শীঘ্রই বাংলাদেশ লেবার পার্টি প্রাথমিকভাবে ১০০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করবে, ইনশাআল্লাহ।’