এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক অন্যরকম মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের গতিময় পেসার তাসকিন আহমেদ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৮২তম ম্যাচে ১০০তম উইকেট শিকারের বিরল কীর্তি গড়লেন তিনি।
এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচটি দুই দলের জন্যই ছিল একরকম অঘোষিত সেমিফাইনাল—যে হারবে, সে বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।
আর জিতলে বাংলাদেশ পৌঁছে যাবে এশিয়া কাপের ফাইনালে! এমন বাঁচা-মরার লড়াইয়ে দলের জন্য প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন।
তিনি পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানকে আউট করে নিজের টি-টোয়েন্টি উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন।
২০১৪ সালের ১লা এপ্রিল থেকে টি-টোয়েন্টি খেলছেন ৩০ বছর বয়সি এই পেসার।
এ ছাড়া বল হাতে তাসকিন ওয়ানডে ক্রিকেটে ৮১ ম্যাচে ১১৮ উইকেট। এবং টেস্ট ১৭ ম্যাচে ৪৯ উইকেট।