ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

‘প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০১:৪৬ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রতিবেশী দেশ থেকে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছি এবং জনগণের কাছে আমাদের কার্যক্রম পৌঁছে দিতে কাজ করছি।

এ সময় তিনি আরও জানান, ফিলিস্তিনের পাশে দাঁড়াতে জামায়াতের পক্ষ থেকে চীনকে আহ্বান জানানো হয়েছে।

এর আগে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ান এবং উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল।

গোলাম পরওয়ার বলেন, ‘মি. ঝো পিংজিয়ান চায়না পিপলস টু পিপলস ডিপ্লোম্যাসির অংশ হিসেবে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে আগ্রহী।’