ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ইন্দোনেশিয়ায় বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ হাজারো শিক্ষার্থী

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:১৩ পিএম
ইন্দোনেশিয়ায় পুষ্টিকর খাবার কর্মসূচির অংশ হিসেবে স্কুলগুলোতে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে। ছবি- সংগৃহীত

ইন্দোনেশিয়ায় স্কুলে বিনামূল্যে দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এক হাজারের বেশি শিক্ষার্থী। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর বহুল আলোচিত বিলিয়ন ডলারের পুষ্টিকর খাবার কর্মসূচির অংশ হিসেবে স্কুলগুলোতে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছিল।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পশ্চিম জাভার সিপংকোর কমিউনিটি হেলথ সেন্টারের প্রধান ইউইউন সারিহোতিমা জানিয়েছেন, সোমবার থেকে বুধবার পর্যন্ত ১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে।

এর আগে গত সপ্তাহে পশ্চিম জাভা ও সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে ৮০০ শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়েছিল।

প্রেসিডেন্ট প্রাবোওর নেতৃত্বে শুরু হওয়া এ কর্মসূচির লক্ষ্য আট কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে দুপুরের খাবার সরবরাহ করা। তবে খাবারে একের পর এক বিষক্রিয়ার ঘটনায় বেসরকারি সংস্থাগুলো এ কর্মসূচি স্থগিতের দাবি তুলেছে। তবে কমিউনিটি এমপাওয়ারমেন্ট-বিষয়ক সমন্বয়কারী মন্ত্রী মুহাইমিন ইস্কান্দার বুধবার বলেন, ‘এটি বন্ধের কোনো পরিকল্পনা নেই।’

সাম্প্রতিক ঘটনায় ভুক্তভোগীদের পেটব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাবের পাশাপাশি শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা গেছে। এর আগের ঘটনাগুলো অবহেলাজনিত কারণে হয়েছিল বলে দাবি করেছিল কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে দুপুরের খাবারে সয়া সস, চিকেন, ভাজা টোফু, সবজি ও ফল দেওয়া হয়েছিল। তবে এর আগে মেয়াদোত্তীর্ণ সস, ভাজা হাঙর পরিবেশনের কারণে বিষক্রিয়া হয়েছিল বলে জানানো হয়।

ইন্দোনেশিয়ার জাতীয় পুষ্টি সংস্থার (বিজিএন) প্রধান দাদান হিন্দায়ানা জানান, সিপংকোরে গত সপ্তাহে ঘটে যাওয়া গণবিষক্রিয়ার জন্য দায়ী ছিল পুষ্টিবিষয়ক সেবা ইউনিটের (এসপিপিজি) কারিগরি ত্রুটি। এ ঘটনার পর ওই ইউনিটের কার্যক্রম স্থগিত করা হয়েছে।