ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আমাদের টিকে থাকার ইচ্ছাশক্তি দামানো যাবে না: মাহমুদ আব্বাস

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৮:৪৩ পিএম
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি- সংগৃহীত

‘আমাদের ক্ষত যতই রক্তাক্ত হোক, ভোগান্তি যতই দীর্ঘস্থায়ী হোক আমাদের বাঁচার ও টিকে থাকার ইচ্ছাশক্তি দামানো যাবে না’— জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বৃহস্পতিবার সন্ধ্যায় ভিডিওবার্তার মাধ্যমে এমন কথাই তুলে ধরেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় অধিবেশনে উপস্থিত হতে পারেননি মাহমুদ আব্বাস। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

মাহমুদ আব্বাস আরও বলেন, ‘স্বাধীনতার ভোর উদিত হবে। মর্যাদা, দৃঢ়তা ও দখলদারিত্ব থেকে মুক্তির প্রতীক হিসেবে ফিলিস্তিনের পতাকা আকাশে উড়বে। জেরুজালেম আমাদের হৃদয়ের মণি, আমাদের রাজধানী। আমরা আমাদের মাতৃভূমি ছেড়ে যাব না।’

আব্বাস ঘোষণা দেন, ‘আমাদের মানুষ জলপাই গাছের মতো শিকড় গেড়ে থাকবে। পাথরের মতো দৃঢ় হয়ে আমরা ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াব, পুনর্গঠন করব এবং আমাদের পবিত্র ভূমি থেকে সত্য ও ন্যায়ের বার্তা পাঠাব। আমাদের অঞ্চল ও সমগ্র বিশ্বের মানুষের জন্য গড়ে তুলব ন্যায়সঙ্গত শান্তির সেতুবন্ধন।’