ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

গজারিয়ায় অসহায়দের মাঝে বিএনপির সহায়তা প্রদান

‎গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:১৭ পিএম
গজারিয়ায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে বিএনপি। ছবি- রূপালী বাংলাদেশ

‎মুন্সীগঞ্জের গজারিয়ায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ করেছে বিএনপি।

‎বৃহস্পতিবার (২৫ সেপ্টম্বর) বিকেল ৫টায় ভবেরচর ইউনিয়নের কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে ৫টি পরিবারের মাঝে হুইলচেয়ার, ১৫টি পরিবারকে সেলাই মেশিন এবং ৩০ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতন।

‎অনুষ্ঠানে ভবররচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী, জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক, রফিকুল ইসলাম ভিপি মাসুম, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষক দলের সভাপতি রাসেল দেওয়ান, সাধারণ সম্পাদক তোফাজ্জল সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি,সাধারণ সম্পাদক লাভলী আক্তার প্রমুখ।