এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের শেষ ও অঘোষিত সেমিফাইনাল ম্যাচের প্রথম ও দ্বিতীয় ওভারে বল হাতে পাকিস্তান শিবিরে টানা আঘাত হানে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয় এই ম্যাচ। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টানা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। বল হাতে পাকিস্তানের বিপক্ষে শুরু করেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
দলীয় ৪ রানের মাথায় অফ সাইফে বড় শট খেলতে গিয়ে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শাহেবজাদা ফারহান।
শাাহেবজাদা ফেরার পরের ওভারে বল হাতে হাজির হন তরুণ স্পিনার শেখ মেহেদী। দলীয় ১.৪ ওভারে ৫ রানের মাথায় আবারও পাকিস্তান শিবিরে আঘাত হানে বাংলাদেশ।
মেহেদীর বলে ব্যাক্তিগত শূন্য রানে রিশাদের হাতে ক্যাচ দিয়ে আউট হন সাইম আইয়ুব। ব্যাটিং পাওয়ার প্লে শেষে আবারও উইকেট হারিয়ে বসে পাকিস্তান।
দলীয় ২৯ রানের মাথায় দলকে চাপে ফেলে রিশাদের বলে সাজঘরের পথ ধরেন ফখর জামান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৯ রান। ক্রিজে ১২ বলে ১২ রানে খেলছেন সালমান আলী আগা।
বল হাতে বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী এবং রিশাদ হোসেন।
আজকের আগে টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে পাকিস্তান জিতেছে ২০টি এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫টি ম্যাচে।