সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মো. আজগর আলী জনির (৩২) মৃত্যু হয়েছে। সেখান থেকে তার আত্মীয় ফারুক আহমেদ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আল কাসিম এলাকায় বুধবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আজগর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকার আলী আহমদের ছেলে।
ফারুক জানান, ডিউটি শেষে বাসায় ফেরার পথে বুধবার আল কাসিম শহরের দুর্গম এলাকায় তাদের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আজগর আলী জনি ও কুমিল্লার এক যুবক। এ ছাড়া আহত হন গাড়িতে থাকা আরও দুই বাংলাদেশি যুবক।
তিনি আরও জানান, বর্তমানে গুরুতর আহত দুজন সৌদির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। আর নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।
এদিকে পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আজগর আলী জনি সম্প্রতি ছুটিতে দেশে এসে বিয়ে করে আবারও প্রবাসে ফিরে যান। দেশে তার ৩ মাসের একটি মেয়ে রয়েছে। হঠাৎ এ মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নতুন স্ত্রীসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। বাবা-মাও সন্তানের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না।
আজগরের মৃত্যুতে শুধু তার পরিবার নয়, পুরো এলাকায় শোকের আবহ নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরদেহ দ্রুত দেশে নিয়ে দাফনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।