সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার রায়েরগ্রামে ভয়াবহ অগ্নিকা-ে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে এলাকাজুড়ে রাস্তা সংস্কারের কাজ চলায় বড় দমকলযান ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে ছোট যান ও পাশের পুকুরের পানি ব্যবহার করে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে কারণ জানা যাবে। খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট-৩ আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

