ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

পথচারীর মৃত্যু

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:০১ এএম

বরগুনার টাউন হল গোল চত্বরে অগ্নিঝরা ’৭১-ভাস্কর্যের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় শ্যামল চন্দ্র শীল (৫৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন নরসুন্দর ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্যামল চন্দ্র শীল কাঁঠালতলী ইউনিয়নের কালিপুর গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে। তিনি বরগুনার টাউন হল এলাকায় একটি সেলুনে কাজ করতেন। নিহতের স্বজন জানান, সকালে তিনি টাউন হল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত পরিবার ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে মেনে নেওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।