ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় লিবিয়ার তখনকার নেতা মুয়াম্মার গাদ্দাফি সরকারের অর্থ ব্যবহার করে অবৈধভাবে অর্থায়ন করেছিলেন তিনি।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সারকোজি ২০১৭ সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্যারিসের ফৌজদারি আদালত ৭০ বছর বয়সি সারকোজিকে অবৈধ প্রচারণা অর্থায়ন ও পরোক্ষ দুর্নীতিসহ অন্যান্য সব অভিযোগ থেকে খালাস দিয়েছে। দিনের শেষ দিকে সারকোজির শাস্তি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তিনি এই দোষী সাব্যস্ত হওয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এতে শাস্তি কার্যকর হওয়ার আগ পর্যন্ত তা স্থগিত থাকবে। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ডের দাবি করেছেন।