ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:১২ পিএম
সেন্টমার্টিন দ্বীপ। ছবি- সংগৃহীত

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ খুলে দেওয়া হবে। তবে দ্বীপে পর্যটকরা শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অবস্থান করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, ‘সেন্টমার্টিনে পর্যটক নিয়ন্ত্রণের ফলে পরিবেশের মান অনেক উন্নত হয়েছে। এবার ভ্রমণে গেলে পর্যটকরা এ পরিবর্তন সরাসরি দেখতে পারবেন।’

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশীরউদ্দিন জানান, দেশের পর্যটন শিল্প রক্ষায় একটি পর্যটন নীতিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এর আগে, সেন্টমার্টিনে ভ্রমণ ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সেন্টমার্টিনে যাওয়া হলে পর্যটকদের নিবন্ধনসহ বিভিন্ন বিধিনিষেধ মানতে হবে। পাশাপাশি, দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার জন্য অন্তর্বর্তীকালীনভাবে নয় মাস ভ্রমণ বন্ধ রাখা হয়েছিল।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তখন জানিয়েছিলেন, সেন্টমার্টিনকে স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটন কেন্দ্রে রূপ দিতে এবং দ্বীপ রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বীপে পর্যটক ও জাহাজ চলাচল বন্ধ থাকায় জেটিঘাটে নীরবতা বিরাজ করেছে এবং পর্যটন খাতের কর্মচারীরা বেকার সময় পার করছেন।