ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় স্নাইপারের গুলিতে ইসরায়েলি সেনা নিহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৩:৪৫ পিএম
নিহত চালাচেউ শিমন ডামালাশ। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল হামলার মধ্যে হামাসের পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহত সেনার নাম চালাচেউ শিমন ডামালাশ। ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট ছিল ২১ বছর বয়সি এই তরুণ। ইসরায়েলের বিরশেবায় ছিল তার বাড়ি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৫ সেপ্টেম্বর) হামাস যোদ্ধাদের লক্ষ্যভেদী (স্নাইপার) হামলায় ওই ইসরায়েলি সেনা নিহত হয়। আইডিএফ জানিয়েছে, গাজায় একটি সেনা শিবিরের গার্ড পোস্টে দায়িত্ব পালনকালে স্নাইপারের গুলিতে নিহত হন ডামালাশ। একই দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এলাতে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৪১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজারের বেশি। ধারণা করা হচ্ছে, আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।