বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এই নিয়ে বেশ কয়েক মাস ধরেই আলোচনা চলছে। বিভিন্ন সময় নানা গুঞ্জন উঠলেও এখনো তার দেশে ফেরা হয়নি। তবে খুব শীঘ্রই ফিরবেন বলে জানাচ্ছেন বিএনপির নেতারা।
এবার দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে’ দেশে ফিরবেন তারেক রহমান।
বৃহস্পতিবার ডা. জাহিদ সাংবাদিকদের আরও বলেন, ‘তিনি (তারেক রহমান) গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের শেষ লগ্নে নেতৃত্ব দেবেন।’
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘সব ধরনের লিগ্যাল’ সমস্যার সমাধান হলেই তারেক রহমান দেশে ফিরবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তার সাক্ষাৎকারটি নেন প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন।
মির্জা ফখরুল বলেন, ‘উনি দেশে আসবেন যে মুহূর্তে উনার সব লিগ্যাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, যে মুহূর্তে আমরা মনে করব যে, পলিটিক্যালি টাইম ইজ রেডি ফর হিজ অ্যারাইভাল। তার ফেরার ক্ষেত্রে এখনো লিগ্যাল প্রবলেম আছে।’
‘উনাকে (তারেক রহমান) তো আমরা চাচ্ছি। উনি আমাদের নেতা, এই জাতির নেতা এখন। তার সমস্ত সিকিউরিটি সমস্ত কিছু আমাদের নিতে হবে। সে জন্যই আমরা পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যখন মনে করব যে পলিটিক্যালি তার আসার সময় হয়েছে, তখন তিনি আসবেন,’ যোগ করেন তিনি।