ময়মনসিংহে আওয়ামী লীগ নেতার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্যুরিস্ট পুলিশের এসপি মো. নাইমুল হক। সভায় টুরিস্ট পুলিশ সুপার ও আওয়ামী লীগ নেতা মোফাখারুল ইসলাম খোকনের পাশাপাশি বসা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর ময়নার মোড় এলাকার হোটেল হেরার হলরুমে জেলার পর্যটন বিকাশে স্টেক হোল্ডারদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে পাশাপাশি বসা এমন একটি ছবি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়।
হোটেল হেরা আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন মোফাখারুল ইসলাম খোকন। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। এ সময় ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ অঞ্চলের এসপি মো. নাইমুল হক পিপিএম’কে প্রধান অতিথি হিসেবে পাশে বসে থাকতে দেখা গেছে।
এ ছাড়াও অনুষ্ঠানের মঞ্চে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বিএনপিপন্থি ব্যবসায়ী সংগঠনের নেতা তৌহিদুজ্জামান ছোটন, হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি খন্দকার শরীফ আহমেদ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ নামক সংগঠনের উপদেষ্টা ইয়াজদানী কোরাইশি কাজল এবং আব্দুল কাদির মুন্না। এদের মধ্যে ইয়াজদানী কোরাইশি কাজল এবং আব্দুল কাদির মুন্না আওয়ামীপন্থি সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে সমধিক পরিচিত।
এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। তারা বিষয়টিকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি ও ছাত্র-জনতার আন্দোলনের সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, প্রশাসনের ভেতর থেকে একটি মহল পরিকল্পিতভাবে পতিত আওয়ামী লীগের দোসরদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে উদ্দেশ্যমূলকভাবে এসব করছে। এভাবে তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রমোট করতে চায়। অবিলম্বে এই দোসর ও তাদের সহযোগীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থাগ্রহন করা উচিত।
আওয়ামীলীগ নেতা মোফাখারুল ইসলাম খোকন বলেন, ‘আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগে আমার যেসব পদ ছিল তা এখন সাবেক। মূলত আমি ওই অনুষ্ঠানে হোটেল মালিক হিসেবে উপস্থিত ছিলাম।’
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ অঞ্চলের এসপি মো. নাইমুল হক বলেন, ‘হোটেল হেরা কর্তৃপক্ষ জেলার পর্যটন বিকাশে স্টেক হোল্ডারদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করেছে। আমি ট্যুরিস্ট পুলিশের এসপি হিসেবে অনুষ্ঠানে ছিলাম। তবে অনুষ্ঠানের সভাপতি আওয়ামী লীগ নেতা কি না তা আমার জানা ছিল না।’
এদিকে মতবিনিময় সভার শেষ পর্যায়ে পুলিশ সুপারকে অনুষ্ঠানের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোফাখার হোসেন খোকন ক্রেস্ট প্রদান করেন। এতে অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের অংশ নিতে দেখা যায়।