ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট

ইনিংস ব্যবধানে জয়ের পথে বাংলাদেশ

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১১:৪৯ পিএম

সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ইনিংস জয়ের পথে রয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসেই বড় জয়ের মঞ্চ তৈরি করে ফেলে নাজমুল হোসেন শান্তরা। ইনিংস হার এড়াতে হলে হাতে থাকা ৫ উইকেটে আরও ২১৫ রান করতে হবে আয়ারল্যান্ডকে। ৮ উইকেটে ৫৮৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা দেয় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজেদের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে টাইগাররা। গতকাল বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়েছিল তারা।

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে রানের চূড়ায় উঠে বাংলাদেশ। এক উইকেটে ৩৩৮ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দ্রুতই হারায় আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যানকে। ১৬৯ রানের সঙ্গে আর ২ রান যোগ করতে পারেন মাহমুদুল হাসান জয়। ১৭১ রানে আউট হন এই ওপেনার। আর ৮০ রানের সঙ্গে ২ রান যোগ করতে পারেন মুমিনুল হক। দুর্দান্ত দুটি ডেলিভারিতে দুজনকেই ফেরান ব্যারি ম্যাককার্থি। এরপর ৭৯ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিক ২৩ রানে আউট হন ম্যাথু হামফ্রিজের দারুণ ডেলিভারিতে। এরপর লিটন কুমার দাসের সঙ্গে শান্তর জুটিতে আসে ৯৮ রান। ৮ চার ও ১ ছক্কায় ৬৬ বলে ৬০ রান করে লিটন বিদায় নেন হ্যারি টেক্টরের অসাধারণ ক্যাচে। ১৪ চারে শান্ত শতরানে পা রাখেন ১১২ বলে। ৩৮ টেস্টে তার অষ্টম সেঞ্চুরি এটি। সেঞ্চুরির পরই আউট হন শান্ত। এরপর আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। লিড তিনশ ছাড়িয়ে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক। ১৭০ রানে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজ। আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে ধাক্কা খায় দ্রুতই। নাহিদ রানা বোল্ড করে দেন কেড কারমাইকেলকে (৫)। ভালো খেলতে থাকা পল স্টার্লিংকে (৪৩) চোখধাঁধানো ক্ষিপ্রতায় রান আউট করেন শান্ত। এরপর তাইজুল ইসলামের শিকার হেরি টেক্টর (১৮)। হাসান মুরাদের বলে সাদমান ইসলামের দারুণ ক্যাচে অল্পতেই ফেরেন কার্টিস ক্যাম্ফার। অভিষিক্ত বাঁহাতি স্পিনার একটু পর ফিরিয়ে দেন লর্কান টাকারকেও। নাইটওয়াচম্যান প্রথম ইনিংসে ওপেন করা আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি এ দিন নামেননি ব্যাটিংয়ে। ২ উইকেট নেন হাসান মুরাদ।