‘আবার ৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে নিয়ে একটি খ-িত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করা হচ্ছে। এ ঘটনায় পরাজিত ও ষড়যন্ত্রকারী মহল পরিকল্পিতভাবে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।
গতকাল রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ধরনের ন্যক্কারজনক ও বানোয়াট ভিডিও তৈরি ও প্রচারকারীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
সম্প্রতি লকডাউনের নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। নগরবাসীর জান-মালের নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ যেসব পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টার অংশ হিসেবেই কুচক্রীমহল এ ধরনের ভিডিও তৈরি ও প্রচার করছে বলে মনে করছে পুলিশ। এই হীন-অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করে পুরস্কৃত তিন পুলিশ: অন্যদিকে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক দুষ্কৃতকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা ডিএমপির তিন পুলিশ সদস্য। গত মঙ্গলবার দিকে বাড্ডা লিংক রোডে ট্রাফিক পুলিশের একটি নিয়মিত চেকপোস্ট চলছিল। এমন সময় বৈশাখী পরিবহনের একটি বাসে মো. নয়ন মিয়া (২৯) নামে এক ব্যক্তি পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এ সময় বাসের চালক চিৎকার শুরু করলে চেকপোস্টে কর্তব্যরত সার্জেন্ট কাইউম, সার্জেন্ট শাহরিয়ার এবং কনস্টেবল গোলাম রব্বানী তৎক্ষণাৎ ছুটে যান। তারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে ওই দুষ্কৃতকারীকে হাতেনাতে ধরে ফেলেন।

