ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নিঃসন্তান বিমলা হাজংয়ের মানবেতর জীবন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০১:২৫ এএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের উত্তর লেংগুড়া গ্রামের ৭৭ বছর বয়সি বিমলা হাজং আজ নিঃসঙ্গ জীবনের করুণ বাস্তবতার সাক্ষী। জীবনের শেষ প্রান্তে এসে তিনি একা, স্বামী-সন্তান বা আপনজন বলতে কেউ নেই তার।

কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তার জীবন হয়ে উঠেছে এক গভীর দুঃসহ সংগ্রাম। প্রতিদিন কখনো একবেলা, কখনো না খেয়ে দিন পার করছেন এই বৃদ্ধা। ঘরের ভেতর পড়ে থাকেন নিঃসঙ্গভাবে-কখনো স্থানীয়রা দয়া করে কিছু খাবার দিয়ে যান, তাতেই কাটে তার দিন। হাটতেও পারে না, হামাগুড়ি দিয়ে চলাচল করে বিমলা হাজং।

সরেজমিন দেখা যায়, ছোট একটি ঝোপের মতো ঘরে বসবাস করে বিমলা হাজং ঘরের চারদিকে জরাজীর্ণ এবং মশা-মাছি বন বন করছে। রোদের সময় রোদে পুড়ে-বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজতে হয়।

বিমলা হাজংয়ের ফুফাতো ভাই দেবেন হাজং বলনে, বিমলা হাজং আমার পিসাতো বন, তার আপন বলতে কেউ নেই আমার পক্ষে যা সম্ভব আমি করি, আমিও বৃদ্ধ হয়ে গেছি আমার পক্ষে সব করা সম্ভব না, তার সহযোগিতা প্রয়োজন। প্রতিবেশী লিপি হাজং বলেন, বিমলা অনেক কষ্টের জীবন একাই পরে থাকে তাকে দেখার কেউ নাই, কেউ খোঁজখবর নেয় না, বেশি সময় না খেয়ে থাকে।

বিমলা হাজং বয়সের ভারে ঠিকমতো কথাও বলতে পারে না, শুধু বলে আমার কষ্ট হচ্ছে ওষুধ খাব, ভাত খাব। অসহায় বিমলা হাজং-এর চাওয়া খুব সামান্য-একটু সহানুভূতি, একটু সাহায্যের হাত। মানবতার জয়গানে হয়তো তারও জায়গা হতে পারে, যদি কেউ এগিয়ে আসে।