রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি নতুন আঙ্গিকে নিজস্ব ব্র্যান্ডে দেশের সাধারণ মানুষের জন্য চালু করেছে আধুনিক মোবাইল ব্যাংকিং সেবা রূপালীক্যাশ।
বৃহষ্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের মধ্যে একমাত্র রূপালী ব্যাংক পিএলসির নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই সেবার মাধ্যমে গ্রাহকগণ ই-কেওয়াইসি নির্ভর একাউন্ট খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, এক মোবাইল ওয়ালেট থেকে অন্য মোবাইল ওয়ালেটে তহবিল স্থানান্তর, মোবাইল ওয়ালেট ব্যালেন্স, লেনদেনের স্টেটমেন্ট পরীক্ষা করা, বেতন প্রদান ও গ্রহণ, মোবাইল রিচার্জ, মার্চেন্ট বিল পরিশোধসহ নানা ধরণের আর্থিক লেনদেন করতে পারবেন।
এতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ ও বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমের পরিচালক রাফেজা আক্তার কান্তা উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের, অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম, জয়ন্ত কুমার ভৌমিক, যুগ্ম পরিচালক সরকার মোহাম্মদ আমির খসরু, সহকারী পরিচালক নুসরাত জাহান নিশি উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ব্যাংকের কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাছনাইন মইন, আবু নাসের মোহাম্মদ মাসুদ, শেখ মঞ্জুর করিম ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।