ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বকাপ দলে নেইমারকে নেওয়ার আহ্বান রোনালদোর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:১৭ পিএম
রোনালদো নাজারিও, নেইমার জুনিয়র এবং কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

ব্রাজিলের ফুটবলের কিংবদন্তি রোনালদো নাজারিও আসন্ন বিশ্বকাপের আগে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকে জোরালো আহ্বান জানিয়েছেন তারকা ফরোয়ার্ড নেমারকে দলে ফিরিয়ে আনার জন্য।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো একটি সাক্ষাৎকারে বলেন, নেইমার আমাদের জন্য একটি ‘নির্ণায়ক খেলোয়াড়।’

তিনি আরও বলেন দলে নেইমার ছাড়া এমন একজন নেই যিনি তার মতো মাঠে দারুণ প্রভাব ফেলতে পারেন।

নেইমার ব্রাজিল জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন, গুরুতর হাঁটুর চোটের কারণে অক্টোবর ২০২৩ থেকে দলের জার্সি পরেননি। সেই চোট তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে রাখে।

তিনি জানুয়ারি ২০২৪ থেকে তার প্রথম ক্লাব সাও পাওলো'র সান্তোসে নিয়মিত খেললেও, জাতীয় দলের কোচ আনচেলত্তির গত চার ম্যাচের স্কোয়াডে এখনও জায়গা পাননি।

৪৯ বছর বয়সী এই ব্রাজিলীয় তারকা আরও বলেন, মানুষরা আশা করছেন যে নেইমার বিশ্বকাপে খেলবে। যদি সে থাকে, আমাদের ফলাফল অনেক ভালো হবে।

৯৮ ম্যাচে ৬২ গোল করা রোনালদো বিশ্বাস করেন, নেইমারের উপস্থিতি দলের পারফরম্যান্সে বিশাল পার্থক্য গড়ে দেবে।

দীর্ঘ চোট ও আনচেলত্তির শর্ত

নেইমারের চোটের ইতিহাস বেশ দীর্ঘ। ২০১৯ সালের কোপা আমেরিকাতেও তিনি ব্রাজিলের মাঠে খেলতে পারেননি। আগস্ট ২০২৩-এ প্যারিস সেন্ট জার্মেই (PSG) থেকে সৌদি আরবের আল হিলাল ক্লাবে যোগ দেওয়ার পর, তিনি মাত্র পাঁচ ম্যাচ খেলেন।

এরপর উরুগুয়ের বিপক্ষে এক আন্তর্জাতিক ম্যাচে হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্টে চোট পান। এই গুরুতর চোটের কারণে তিনি এক বছর মাঠের বাইরে ছিলেন। এরপর আল হিলালের হয়ে মাত্র দুই ম্যাচ খেলেই তিনি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান।

এদিকে, সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নেইমারকে দলে না ডাকার বিষয়ে ব্রাজিল কোচ বলেন, সে জাতীয় দলের বিবেচনায় রয়েছে, তবে তাকে বিশ্বকাপ খেলতে হলে ফিটনেস ভালো রাখতে হবে এবং চোটমুক্ত থাকতে হবে।