ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে র‍্যাব-১১

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:০৩ পিএম
নারায়ণগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে র‍্যাব-১১। ছবি- রূপালী বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন। তিনি ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

র‍্যাব-১১-এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, দুর্গাপূজায় সবাই যাতে নির্বিঘ্নে অংশগ্রহণ ও আনন্দ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যেই তারা সর্বোচ্চ সতর্ক। পূজামণ্ডপ, আশেপাশের এলাকা এবং যাতায়াত ব্যবস্থা নিরাপদ রাখতে র‍্যাবের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, পূজা উপলক্ষে যেকোনো নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে।

আমলাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহা র‍্যাব-১১-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘র‍্যাবের সক্রিয় ভূমিকা পূজার আনন্দ উদযাপনকে আরও নির্ভেজাল ও শান্তিপূর্ণ করে তুলবে।’