এশিয়া কাপের সুপার ফোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। টুর্নামেন্টের আনুষ্ঠানিক সেমিফাইনাল না থাকলেও পয়েন্টের সমীকরণ এই ম্যাচকে একরকম অলিখিত সেমিফাইনালে পরিণত করেছে।
যে দল জিতবে তারাই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। তাই এই 'বাঁচা-মরার' লড়াইয়ে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে, তা নিয়ে চলছে জোর আলোচনা।
বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের মূল আলোচনায় রয়েছে ওপেনিং স্লট এবং লিটন কুমার দাসের ফেরা-না-ফেরা।
ইএসপিএন ক্রিকইনফো-এর খবর অনুযায়ী, আজ চোট কাটিয়ে দলে ফিরতে পারেন লিটন দাস। তিনি ফিরলে নিঃসন্দেহে ব্যাটিং লাইনআপের শক্তি বাড়বে।
সম্প্রতি দারুণ ফর্মে আছেন সাইফ হাসান। আফগানিস্তানের বিপক্ষে ৩০ রান করার পর শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে তিনি টানা দুটি ফিফটি করেছেন। এই ফর্মে থাকা সাইফের ওপেনিং স্লটে থাকা নিশ্চিত।
লিটন ফিরলে সাইফের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান বা পারভেজ হোসেন-এর যেকোনো একজনকে। তানজিদ আফগানিস্তানের বিপক্ষে ফিফটি করলেও পরের দুই ম্যাচে ব্যর্থ।
অন্যদিকে, গতকাল ভারত ম্যাচে পারভেজ ভালো ঝলক দেখিয়েছেন। টিম ম্যানেজমেন্ট কাকে সুযোগ দেবে, তা দেখার বিষয়।
তবে, যদি লিটন আজও চোটের কারণে খেলতে না পারেন, তাহলে সাইফের সঙ্গে তানজিদ ও পারভেজ—এই তিন টপ অর্ডার ব্যাটারকেই একাদশে রাখা হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান/ পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।