এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশকে কখনো হারাতে পারেনি পাকিস্তান ৷ এর আগের অঘোষিত দুই সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয় পায় টাইগাররা। এশিয়া কাপের চলতি আসরে আজ আবারও অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। এখন পর্যন্ত বাংলাদেশের হাতে এশিয়া কাপের শিরোপা ওঠেনি। তবে এশিয়ান ক্রিকেটের এই প্রতিযোগিতায় তিনবার ফাইনালে খেলেছে টাইগাররা। ২০১২ আর ২০১৮ সালে ওয়ানডে সংস্করণে এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠেয় আসরে ফাইনাল খেলে লাল-সবুজের দল।
তবে প্রতিবারই বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্সআপ হিসেবে। বাংলাদেশ সর্বপ্রথম এশিয়া কাপের ফাইনালে উঠে ২০১২ সালে। সে সময়ের ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশ প্রথম পর্বে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ হেরে যায় মাত্র ২ রানে।
২০১২ সালের ফাইনাল হারের পর আবারও ফাইনালের দেখা পায় ২০১৬ সালে। তার আগে রূপ নেয় অঘোষিত সেমিফাইনালের, প্রতিপক্ষ সেই পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৯ রানে পাকিস্তানকে আটকে ফেলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তে টানটান উত্তেজনায় পাঁচ বল হাতে রেখে জয় পায় মাশরাফি বিন মর্তুজার দল।
আর তাতেই ফাইনালের টিকিট নিশ্চিত হয় স্বাগতিক বাংলাদেশের। যদিও ফাইনালে ভারতের কাছে হেরে সে সময়ে এশিয়া সেরা হওয়ার স্বপ্ন আর পূরণ হয়নি বাংলাদেশের। তার দু-বছর পর ২০১৮ সালে আবারও ফাইনাল খেলে বাংলাদেশ, তার আগেও আবারও রূপ নেয় অঘোষিত সেমিফাইনাল! প্রতিপক্ষ সেই চিরচেনা পাকিস্তান। সেদিন প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের দারুণ ইনিংসের সুবাধে বাংলাদেশ সংগ্রহ করে ২৩৯ রান। ২৪০ রানের জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে।
মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ইনিংস থেমে যায় ২০২ রানে। এই জয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় ভারতের বিপক্ষে। ফাইনালে আবারও হেরে বসে ভারতের বিপক্ষে, হয়নি স্বপ্ন ছোঁয়া লাল-সবুজের দলের। ২০১৮- এর পর আর এশিয়া কাপের ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের, লম্বা সময় বিরতির পর আজ আবারও ফাইনালে যাওয়ার সুযোগ টাইগারদের সামনে! সুপার ফোরে ভারতের সাথে হেরে টাইগারদের জন্য সুপার ফোরের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত সেমিফাইনাল, প্রতিপক্ষ সেই পাকিস্তান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। ইতিহাস বলে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তান কখনোই হারাতে পারেনি বাংলাদেশকে।
আজও সেই ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচ হেরে ভারপ্রাপ্ত অধিনায়কের কণ্ঠেও শোনা গেছে আশার বাণী, আমরা জিতছে এসেছি, আমরা ফাইনাল খেলতে এসেছি, অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে আমরাই ফাইনালে যাব।