লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে নিউইয়র্ক সিটি এফসিকে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় আজ ভোরে নিউইয়র্কের সিটি ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে মেসির জোড়া গোল ও একটি অ্যাসিস্টে ৪-০ গোলের বড় জয় পায় মিয়ামি।
এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে দলটি।
মিয়ামির হয়ে বাকি দুই গোল করেন লুইস সুয়ারেস ও বালতাসার রদ্রিগেজ। এই হার নিউইয়র্ক সিটি এফসির তিন ম্যাচের জয়ের ধারা থামিয়ে দিয়েছে।
এ জয়ের ফলে ১৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে মিয়ামি, পেছনে ফেলেছে এনওয়াইসিএফসি ও শার্লট এফসিকে।
মেসি বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ২৩ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ, যা লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বোয়াঙ্গার চেয়ে দুই গোল বেশি। ফলে এমএলএস গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন আর্জেন্টাইন তারকা।
এ দিন ম্যাচের ৪৩ মিনিটে প্রথমে গোলের জোগান দেন মেসি। সার্জিও বুসকেটসের দুর্দান্ত ইন্টারসেপশন থেকে বল পেয়ে এক ছোঁয়ায় গোলমুখে তাকান মেসি এবং দ্বিতীয় স্পর্শেই রদ্রিগেজকে পাস দেন।
সেই সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোল করেন তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার।
৭৪তম মিনিটে আসে মেসির প্রথম গোল। বুসকেটসের দুর্দান্ত থ্রু-বল ধরে এগিয়ে এসে নিউইয়র্ক গোলকিপার ম্যাট ফ্রিজকে চিপ করে জাল খুঁজে নেন তিনি।
১২ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন নিজেই। মার্সেলো ওয়েইগান্টের পাস ও সুয়ারেসের ডামি রান কাজে লাগিয়ে ড্রিবলিং করে নিচু শটে জালে বল পাঠান বিশ্বচ্যাম্পিয়ন এই তারকা।
টানা তিন ম্যাচে গোল ও অ্যাসিস্টে অবদান রাখা মেসি এবার এমভিপি (Most Valuable Player) পুরস্কারের অন্যতম প্রধান দাবিদার হিসেবে জায়গা করে নিয়েছেন।