ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

পেইনকিলার খেয়ে হলেও মাঠে নামতে চান লিটন দাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:৫২ পিএম
লিটন কুমার দাস। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের অঘোষিত সেমিফাইনালে আজ রাতে ২২ গজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর সমীকরণ এখন এমন—পাকিস্তানকে হারাতে পারলে ফাইনাল, হারলে বিদায়।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে এই ম্যাচ।

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁজরের চোটের কারণে মাঠে নামতে পারেননি লিটন। এতে শঙ্কা দেখা দিয়েছিল আজকের ম্যাচ নিয়েও।

তবে ইএসপিএন ক্রিকইনফো সূত্রে জানা গেছে, চোট কাটিয়ে তিনি ফিরতে পারেন আজকের একাদশে।

এদিকে বিশেষ সূত্রের বরাতে জানা গেছে, দেশের জন্য পাকিস্তানের বিপক্ষে পেইনকিলার খেয়ে হলেও মাঠে নামতে চান টাইগার অধিনায়ক।

ভারতের বিপক্ষে হারের পর দলের পক্ষ থেকে জাকের আলী বলেছিলেন, ‘আমরা (পাকিস্তান) ম্যাচ শুরুর আগপর্যন্ত অপেক্ষা করব।’

এর আগে গত মঙ্গলবার অনুশীলনের সময় পাঁজরে চোট পান লিটন। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকেও যান। তিনি না খেলায় ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় জাকের আলীকে।