ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কালিয়াকৈরে তর্কের জেরেই সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:০৭ পিএম
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে তর্কের জেরে এক সহকর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে অপর সহকর্মী। এ সময় স্থানীয়রা ঘাতক লিমনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকবর হোসেন যশোর জেলার কেশবপুর উপজেলার ভান্ডার খোলা এলাকার মোবারক মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মিজানুর রহমান মিন্টুর মালিকানাধীন পোলট্রি ফিডের দোকানে কাজ করতেন আকবর ও লিমন। সকাল ১১টার দিকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত লিমন পেয়ারা কাটার ছুরি দিয়ে আকবরকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয়রা ঘাতক লিমনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে গুরুতর আহত আকবরকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আটককৃত লিমন হোসেন কুড়িগ্রামের বৌমারি থানার মিয়ারচর এলাকার মিজানুর রহমানের ছেলে।

কালিয়াকৈর থানার এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এই হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’