নাটোরের লালপুরে গোখরার কামড়ে মিঠন চন্দ্র প্রামাণিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন জানান, সকালে গরুকে খাওয়ানোর জন্য ঘর থেকে ধানের আউড় বের করছিলেন মিঠন। এ সময় হঠাৎ বিষধর গোখরা সাপ তাকে কামড় দেয়। স্বজনরা দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তিনি মারা যান। নিহত মিঠন হাসিমপুর গ্রামের সত্যেন চন্দ্র প্রামাণিকের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম।